Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিষিদ্ধ এসিআই লবণ বিক্রি করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাইয়ে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ৫২টি পণ্যসহ ভেজাল বিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এসিআই লবণ রাখাসহ বিভিন্ন অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে ১২ হাজার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার এ জরিমানা করেন।

এসময় হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য রাখাসহ বিভিন্ন অভিযোগে সিদ্দিক মিয়া স্টোর, মেসার্স সুধীর এন্টারপ্রাইজ, মেসার্স রতন স্টোর, লোকনাথ স্টোর, মন্ত স্টোর, একজন সবজি বিক্রেতা ও একজন মাছ বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার জানান, বিভিন্ন মুদী দোকানে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ নিম্নমানের ৫২টি পণ্য বিক্রির অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ নিম্নমানের ৫২টি পণ্য সম্পর্কে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। পরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়।

Bootstrap Image Preview