Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বেশী দামে কাপড় বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


হবিগঞ্জে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ কাপড় ব্যবসায়িদের মুনাফা নির্ধারণ করে দেয়ার পরও  নির্দেশ অমাণ্য করে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (শ্রীমঙ্গল) থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়।

এসময় অধিক মুনাফা রাখার অভিযোগে ৪ ব্যবসায়ীকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করার কথাও উল্লেখ করা হয়।

এছাড়াও এএসপি মো. আব্দুল খালেক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও মো. আনিছুর রহমান হবিগঞ্জ শহরের ঘটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় অধিক মুনাফা নেয়ার অভিযোগে সুজয় রায়ের কাপড়ের দোকানকে ১০ হাজার, পরিতোষের কাপড়ের দোকানকে ১০ হাজার, মো. সুমন মিয়ার কাপড়ের দোকানকে ৬ হাজার ও মো. মইনুল ইসলামের কাপড়ের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview