Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দুই লাখ টাকার মালামাল জব্দ, আটক-১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ লাখ ৫৮০ টাকার ভারতীয় মালামাল জব্দ ও একজনকে আটক করেছে।

মঙ্গলবার(২৮ মে) ভোরে সাতক্ষীরার পদ্মখাখরা, কাকডাঙ্গা, হিজলদি, মাদরা, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চা পাতা, চিংড়ি মাছের পোনা, ঘোল/মাঠা, তালা-চাবি, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার মালামাল। 

এসময় বিজিবি এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটক চোরাকারবারীর নাম মোঃ সাঈদ হোসেন (২২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন পদ্মখাখরা, কাকডাঙ্গা, হিজলদি, মাদরা, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ২ লাখ ৫৮০ টাকা বলে বিজিবি জানায়। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview