Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভ্যাপসা গরম থাকবে আরও দুদিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ২৮ মে ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।নেই বাতাস, নেই বৃষ্টি, ঘরের বৈদ্যুতিক পাখার বাতাস যেন লু-হাওয়া। রমজানে মাসে বাইরের আবস্থা তো আরও ভয়াবহ, রোদের তাপ, আর গরমে শ্রমজীবি মানুষদের যেন নিস্তার নেই। ঘেমে নেয়ে একাকার, যেন নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। শুধু যে কেবল ঢাকায় এ অবস্থা তা কিন্ত নয়, সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় একই অবস্থা বিরাজ করছে। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। এর পর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও বিস্তার লাভ করতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview