Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ গাছের আম পেড়ে জেলে গেলেন জয়নাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১০:০২ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় নিজ বাগানের কাঁচা আম পাড়তে গিয়ে জেলে গেলেন জয়নাল আবেদিন (৫৫) নামে এক আমচাষী। এ সময় ঘটনাস্থল থেকে দশ মণ কাঁচা আম্রপালি জাতের আম জব্দ করা হয়।

সোমবার (২৭ মে) সাতক্ষীরার সহকারি কমিশনার (ভূমি) রনি আলম নুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশাসনের নির্দেশ অমাণ্য করে কাঁচা আম বাজারজাত করার অভিযোগে তাকে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত আমচাষী জয়নাল আবেদিনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরো চারদিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, সোমবার সকালে আমচাষী জয়নাল তার নিজ বাগান থেকে বিপুল পরিমাণ কাঁচা ও অপরিপক্ক আম্রপালি জাতের আম পেড়ে তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এমন খবর পান। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছে জয়নাল আবেদিনকে কাঁচা আম পাড়তে দেখেন। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে অবগত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আমচাষীকে এই সাজা প্রদান করা হয়।

তিনি আরো জানান, আম্রপালি জতের আম আগামি ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রেতা ও জনসাধারণের সাথে প্রতারণা করেছে।

Bootstrap Image Preview