Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে সাথীর হত্যাকারীদের বিচারের দাবি

জাকির হোসেন বাদশা,  মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


মতলব উত্তরের সাদুল্লাপুর গ্রামের গৃহবধু সাথী আক্তারের হত্যাকারীদের বিচার দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের স্বামী আবদুল কাইয়ুম প্রধান।  

রবিবার (২৬ মে) দুপুরে নিজ বাড়িতে স্বামী আবুল কাইয়ুম প্রধান সংবাদ সম্মেলনে সাথী আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে হত্যার সাথে জড়িত রাসেল, জোহরা, মাইন উদ্দিন, খাজিা ও সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, এ মামলার ৫ আসামির মধ্যে ৩ জন উচ্চ আদালত থেকে জামিনে এসে লোক মারফত মামলা প্রত্যাহার করতে বলছে। অন্যথায় আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা মিজান সরকার, মা বুলবুলি বেগম, বোন রাবেয়া আক্তার, চাচা ইসমাঈল সরকারসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ৭ মে সাদুল্লাপুর গ্রামের মালয়শিয়া প্রবাসী কাইয়ুম প্রধানের স্ত্রীকে পরিকল্পিতভাবে বিদ্যুৎপৃষ্টে হত্যা করার অভিযোগ ওঠে প্রতিবেশি জোহরা বেগম ও তার সহযোগিরা। তাদের সাথে পূর্বশত্রুতা ছিল বলে দাবি করে নিহতের পরিবার।

পরবর্তীতে, ১২ মে মতলব উত্তর থানায় ৫ জনকে আসামি করে নিহতের পিতা মিজান সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। বাকি ২ আসামি এখনো পলাতক রয়েছে।

Bootstrap Image Preview