Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৎ ভাইয়ের সাথে বিরোধে পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন

সোয়েব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখানে ৮ বিঘার একটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের খবর পাওয়া গেছে। এতে পুকুরে থাকা প্রায় ১ লাখ টাকার মাছ মরে গেছে।

শনিবার (২৫  মে) রাত ৮ টায় উপজেলার চরখলিফা ৯ নং ওয়ার্ডের লন্ডন হাজী বাড়ির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এত বড় ক্ষতি হয়ে যাওয়ায় মুষড়ে পড়েছেন পুকুরের মালিক আব্দুল খালেক।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার চরখলিফা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক ৮ বিঘা জমির পুকুরে কয়েক মাস আগে প্রায় এক লাখ টাকা ব্যয় করে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। মাছগুলো আর কিছুদিন পরেই বিক্রি করা হতো। তবে এর আগেই পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

পুকুরের মালিক আব্দুল খালেক সন্দেহ প্রকাশ করে বলেন, সৎ ভাইয়েদের সাথে আমার দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। তাই প্রতিশোধ নেয়ার জন্য তারা এই কাজ করে থাকতে পারে। এছাড়া হারুন, আলাউদ্দিন, মালেক ও হাতেমসহ বেশ কয়েকজন কারণে অকারণে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ফলে তারাও পূর্ব পরিকল্পনা করে রাতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলতে পারে। আমি এর বিচার দাবি করছি।

এ বিষয়ে দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, পুকুরে বিষ প্রয়োগের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়ে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview