Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে একই দিনে দুই খুন

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদীতে একই দিনে পৃথক পৃথক দুটি স্থান থেকে আলতাব হোসেন (৪৫) ও সাকিব হোসেন (২০) নামের দু’জন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৫ মে) সকালে ঈশ্বরদীর গোকুলনগর হতে আলতাব হোসেন ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা হতে সাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের ডাব্লিউ নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ভেতর হতে আলতাব হোসেনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে ঈশ্বরদীর চকনারিচা বাঘবাড়িয়া গ্রামের শামসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছন হতে সাকিবের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে কীভাবে সে খুন হয়েছে তা এখনো জানা যায়নি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনা নিশ্চিত করে জানান, নিহত আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। অভ্যন্তরীণ কোনো ঘটনায় খুন হতে পারেন। তবে অপর নিহত সাকিব নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

Bootstrap Image Preview