Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় অপহরণ ও প্রতারক চক্রের ৪ সদস্য আটক

শামীম খান, মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


খুলনা জেলার মাগুরায় অভিযান চালিয়ে অপহরণ ও প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

শনিবার  (২৫ মে) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার সাজ্জাদ হোসেন (৪০), শাহিনুর রহমান পলাশ (২৫), শহরের আর্দশ পাড়ার মোহাম্মদ জয় (২০) ও শ্রীপুর উপজেলার আমতৈল  গ্রামের তুহিন মোল্লা (২৬)।

এ বিষয়ে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা সদর থানায় অতিরিক্ত পুলিশ  সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম এক প্রেস ব্রিফিং-এ জানান, ২৪ মে সন্ধ্যায় আটকৃতরা মঘী ইউনিয়নের বুধরপাড়া থেকে দিনমুজুর ইখতার বিশ্বাসকে অপহরণ করে। পরে তাকে শারীরিক ভাবে নির্যাতন করে ৩০ হাজার টাকা দাবী করে ।

এ ঘটনায়  ভুক্তভোগীর স্ত্রী  রহিমা খাতুন শনিবার (২৫ মে) সকালে  সদর থানায় জিডি  করেন। পরবর্তীতে, জিডির সূত্র ধরে পুলিশ হেডকোয়াটার্সের তথ্য প্রযুক্তি বিভাগ ও বিকাশ হেড অফিসের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ  ইব্রাহিম আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অপহরণের পাশাপাশি রত্না নামের এক ভ্রাম্যমান পতিতাকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও জিম্মি করে অর্থ আদায় করে আসছিলো। এ ব্যাপারে  সদর থানায় মামলা  করা হয়েছে।

Bootstrap Image Preview