Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদের কেনাকাটা করতে আসা কিশোরকে কুপিয়ে হত্যা, আটক ৪

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০১:০৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আনস ইব্রাহিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় মো. আব্দুল্লাহ নামে অপর একজন আহত হয়।

নিহত আনাস ইব্রাহিম চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার মৌলভী নেচার আহামদের ছেলে। তিনি চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ সালে প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌর সদরের ওয়েষ্টার্ণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি ক্ষুর (ছুরি) উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌর সদরে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন আনাস ইব্রাহিম। কেনাকাটা শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরতে সুপার মার্কেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ ৫-৬ জন দূর্বৃত্ত অতির্কিত এসে আনাসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আনাসকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে আনাসের মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত আনাসের সঙ্গে থাকা তার বন্ধু ইয়াছির আরাফাত মুন্না।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চকরিয়া পৌর সদরের ওয়েষ্টার্ণ প্লাজার সামনে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ক্ষুর (ছুরি ) উদ্ধার করা হয়েছে। প্রকৃত আসামীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview