Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কনক্রিটের সাথে সামান্য বিটুমিন মিশিয়েই চলছে সড়ক সংস্কার!

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে মেন্দিপুর সড়কের সংস্কার কাজ করার সময় সড়কের দুপাশের মাটি ভরাট না করে শুধুমাত্র গর্ত ভরাটসহ দায়সারাভাবে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ ছাড়াও ১২ কিলোমিটার বেহাল সড়ক বাকী রেখেই কাজ শেষ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ কিলোমিটার সড়কের মধ্য মাত্র ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ করছে। পরের ১২ কিলোমিটার সড়কের কাজ বাকী রেখেই ঠিকাদারের লোকজন চলে যায়।

অপরদিকে এই ২ কিলোমিটার সড়কের কাজ করার সময়েও শুধু কনক্রিটের গুড়ার সাথে নামেমাত্র বিটুমিন দিয়ে রোলার চেপে কোনরকম রাস্তার কাজ করা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিকাদারের নির্দেশনা মেনেই এই সড়কের কাজ করা হয়েছে।

ভৈরব সড়ক ও জনপদ বিভাগ অফিসের কার্য সহকারি মো. শামসুদ্দিন জানান, অষ্টগ্রাম থেকে কয়েকদিন হল এ প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি। ভৈরব মেন্দিপুর সড়কের কাজ বিষয়ে তাই তেমন কিছু জানা নেই তার।

লাভলী কন্ট্রাকটর এর রোলার চালক জামাল উদ্দিন ভুইয়া বলেন, ঠিকাদার যেভাবে যেখানে কাজ করতে বলে সেখানেই আমি কাজ করি। আমাকে বলেছে ১ কিলোমিটার জায়গা বাকী রেখে রাস্তায় রোলার মারতে। তাই আমি তার কথামতোই কাজ করেছি।

সড়ক ও জনপদ বিভাগের ভৈরব অফিসের উপ-সহকারি মো. তাহের উদ্দিন জানান, ভৈরব মেন্দিপুর সড়কের কাজের জন্য ১৪ কিলোমিটার সড়কের ২ কিলোমিটার সড়ক সংস্কারের বাজেট হয়েছে। সে বাজেট মত ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ করেছে।

Bootstrap Image Preview