Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় ডিএনসিসি'র উচ্ছেদ অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৩১ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় উত্তরা ১৩ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের কাছে অননুমোদিত তাঁত বস্ত্র মেলা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (২১ মে) এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদের পূর্বে দোকান মালিকদেরকে দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেয়া হয়। পরে অস্থায়ীভাবে স্থাপিত ২০টি দোকান, গেট, বাউন্ডারি, প্যাভিলিয়ন উচ্ছেদ করা হয়। এই মেলাটির কারণে এই অঞ্চলে জনভোগান্তি ও যানজট তীব্রতর হয়েছিল।

পরে উত্তরা গরীব নেওয়াজ এভিনিউতে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় 'কুঞ্জ ডেভেলাপেরস'কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Bootstrap Image Preview