Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াসার পানির উৎসসহ ৩৪ নমুনার প্রতিবেদন চান হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর ওয়াসার চারটি উৎস (সোর্স) এবং ১০টি পছন্দসই এলাকাসহ মোট ৩৪টি নমুনা সংগ্রহ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২ জুলাইয়ের মধ্যে আদালতে এ প্রতিবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার (২১ মে) ওয়াসার দূষিত পানি নিয়ে শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সাবিতা রিজওয়ানা রহমান আদালতে তার মতামত তুলে ধরার পর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটকারী পক্ষে আইনজীবী ছিলেন তানভীর আহমেদ এবং আদালতের নির্দেশে গঠিত ওয়াসার পানি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহের হোসেন সাজু গণমাধ্যমকে বলেন, ঢাকা ওয়াসার ৪টি সোর্স পয়েন্ট, ১০টি জোন, ১০টি ঝুঁকিপূর্ণ এবং ১০টি র‌্যানডম এলাকার নমুনা সংগ্রহণ করে পানি পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতের নির্দেশে গঠিত কমিটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিডিডিআর, বি-এর ল্যাবে ওয়াসার খরচে পানি পরীক্ষা করে আগামী ২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

Bootstrap Image Preview