Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


আগামী ২৬ মে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ট্রেনটি বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে কোনো যাত্রাবিরতি নেই। এদিকে ট্রেনটির যাত্রাবিরতির দাবিতে জংশন স্টেশনে অবরোধ করা হয়েছে।

রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় স্টেশনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করেন।

অবরোধ কর্মসূচির মধ্যে বক্তব্য রাখেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ কছিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা জাপার সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারি অধ্যপক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজাহান, আসলাম সিকদার প্রমুখ।

প্রসঙ্গত, যাত্রাবিরতির জন্য ৪ দিনের কর্মসূচির মধ্যে আজ সোমবার সকল ট্রেন অবরোধ কর্মসূচি পালন করা হলো।

Bootstrap Image Preview