Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবধান! ঈদ উপলক্ষে রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬২ সদস্যকে আটক করা হয়।

এদের মধ্যে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জন, গোয়েন্দা পূর্ব বিভাগ ওয়ারীর জয় কালী মন্দির এলাকা থেকে ৪ জন, গোয়েন্দা দক্ষিণ বিভাগ গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৭ জন, গোয়েন্দা উত্তর বিভাগ কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও গোয়েন্দা পশ্চিম বিভাগ উত্তরা থেকে ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে।

এ সময় অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে চেতনানাশক ২০ পিচ ট্যাবলেট, ৩০ পিচ নীল রংয়ের কৌটা, ঔষধ মিশ্রিত জুস, খেজুর, সাতটি চোরাই মোবাইলসেট ও একটি প্রাইভেট কার উদ্ধার করে। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, শপিং মল, বাসস্ট্যান্ড, সদরঘাট, রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে সখ্যতা স্থাপন করে।

এরপর তাদের অপর সদস্যরা ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য খেতে আমন্ত্রণ জানায়। টার্গেট ব্যক্তি রাজি হলে, ট্যাবলেট মিশ্রিত সেই খাদ্যদ্রব্য তাকে খাওয়ানো হয়। খাদ্য গ্রহণের পর অচেতন হলে তার মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সম্মেলনে মাহবুবুর রহমান বলেন, এক্ষেত্রে খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট খাওয়ায় অজ্ঞান পার্টির সদস্যরা। এরা শুধু অজ্ঞান পার্টির সদস্য হিসেবে কাজ করে না। তারা ট্যাবলেট মিশ্রিত খাদ্য দ্রব্য টার্গেট করা ব্যক্তিদের খাওয়ায়। তাদের কাছে যা আছে সব নিয়ে নেয়। পরে ওই অচেতন ব্যক্তিকে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ভিকটিমের মোবাইল ফোন দিয়েই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

Bootstrap Image Preview