Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটি খুঁড়ে জীবন্ত নজাতককে উদ্ধার করল কুকুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


থাইল্যান্ডে জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষা কুকুর। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পিংপং কুকুরের মালিক দেখেন তার কুকুরটি মাটি খুঁড়ছে আর ঘেউ ঘেউ করছে।এরপর কুকুরের মালিক কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে।

পরে অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা জানান শিশুটি বেঁচে আছে।

জানা গেছে, শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এই কাজটি করা হয়েছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানায়।

Bootstrap Image Preview