Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোরকা পড়া ভোটারদের তল্লাশি করতে মহিলা বাহিনী চায় বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় আগামীকাল (রবিবার) ভোটগ্রহণ শুরু হবে। এরমধ্যে নির্বাচন কমিশনের কাছে নতুন দাবি করেছে বিজেপি। তাদের দাবি, বুথের নিরাপত্তায় মোতায়েন করতে হবে মহিলা বাহিনী। এনিয়ে শুক্রবার কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

রবিবার শেষ দফায় (৭ম দফায়) দেশটির রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ওইসব কেন্দ্রের অধিকাংশই কলকাতা ও তার পার্শ্ববর্তি এলাকায়।

বিজেপির দাবি, বোরখাপরা মহিলাদের পরীক্ষা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের। বিশেষ করে মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে।

বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত। ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে, পুরুষ ভোটাররা বোরখা পরে জাল ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে বিষয়টিমকরতাকে।

তিনি আরো বলেন, আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে। রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আমরা চাই মানুষ নির্ভয়ে ভোট দিক। আমরা চাই না তাদের ওপরে কেউ প্রভাব খাটাক।’

বিজেপি এ নেতা আরও বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি বুথে সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে।

আগামীকালের ভোটগ্রহণ পর্বের মাধ্যমে ভারতে লোকসভা নির্বাচনের ভোট পর্ব সমাপ্ত ঘটবে। এরপর আগামী ২৩ মে ভোট গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল জানানো হবে।

Bootstrap Image Preview