Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই জেলায় ঝড়-বৃষ্টিতে নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ঝড়ের সময় বজ্রপাতে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে এসব নিহতের ঘটনা ঘটে। এ সময়ে হজরত আলী (৬০) নামে আরো একজন আহত হন। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে রেজাউল হোসেন (৪০) ও মোতালেব হোসেনের ছেলে মো. মুসা (৩৫)।

বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই রেজাউল ও মুসা মারা যান।

এ ছাড়া নওগাঁর পোরশা উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন হয়েছেন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গানুইর গ্রামে মালিপুকুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নিতপুর ইউনিয়নের গানুইর গ্রামের শফিনুর রহমান বিষু (৩২) এবং হাসান আলী (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গানুইর গ্রামের মালিপুকুর মাঠে ধান কাটার কাজ করছিলেন কয়েকজন। বিকেল সাড়ে ৪টার দিকে অন্ধকার নেমে আসে এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শফিনুর রহমান ও হাসান আলী মারা যান।

পোরশা থানা ওসি শাহিনুর রহমান বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview