Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই দাঁত নিয়ে শিশুর জন্ম, বিস্মিত মা-বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ধবধবে সাদা নরম তুলতুলে ছোট্ট এক রাজকন্যা জন্ম নেওয়ায় সবাই কি খুশি। পরিবারের সবাই তখন ঐ বাবুটার সাথে ছবি তুলতে ব্যস্ত। কে আগে কোলে নিবে, কার মত দেখতে নাক, কার মত চোখ এই নিয়েই কথার ছড়াছড়ি। 

কিছুক্ষণ পরেই ডাক্তার বলল, সদ্যোজাত মেয়ের মুখের সামনের দিকে দুটি দাঁত রয়েছে। যা দেখে আঁতকে উঠেছিলেন বাবা-মা দুইজনই।

দেখা যায়, সত্যিই সদ্যোজাত মেয়ের মুখে দুটি দাঁতের অস্তিত্ব রয়েছে। চমকে উঠলেন চিকিৎসকরা। সেই দুটি দাঁত অস্ত্রোপচার করে তুলে ফেলার সিদ্ধান্ত তারা। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

চিকিৎসাবিজ্ঞান বলছে, এমন ঘটনা বিরল। ৩০ হাজার মানুষের মধ্যে একজন সদ্যোজাতের মুখে এমন দাঁত দেখা যায়। ছেলেদের থেকে মেয়েদের মধ্যে এমন দাঁত নিয়ে জন্মানোর প্রবণতা বেশি।

চিকিৎসকরা জানিয়েছেন, এমন দাঁত নিয়ে জন্মানো শিশুদের মায়ের দুধ পান করতে সমস্যা হয়। তা ছাড়া এমন অস্বাভাবিক দাঁত নিয়ে জন্মালে শিশুর জিভে আলসার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন হরমোনের পরিবর্তনের জন্য সদ্যোজাতের এমন দাঁত নিয়ে জন্মানোর আশঙ্কা তৈরি হয়। স্বাভাবিকের মতো দেখতে হলেও এই ধরণের দাঁতের উপর হলুদ রঙের আচ্ছাদন থাকে। এই ধরণের দাঁত স্বাভাবিকের মতো শক্ত হয় না বলেও জানান চিকিৎসকরা।

Bootstrap Image Preview