Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অডিট পেশাকে শক্তিশালী করতে বছরব্যাপী প্রশিক্ষণ শুরু

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


বাংলাদেশে ইন্টারনাল অডিট পেশাকে শক্তিশালী করার লক্ষে ঢাকায় “To enhance professional capacity of the OCAG through certification in Internal Audit” শীর্ষক প্রজেক্টের উদ্বোধনী করা হয়েছে।

আজ ১৭ মে সকাল ১০ টায় অত্র প্রজেক্টের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মুহাম্মদ মুসলিম চৌধুরী।

আইআইএ বাংলাদেশ Institute of Internal Auditors, Bangladesh এবং কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল-এর কার্যালয় (OCAG) যৌথভাবে সরকারি অডিটরদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের অর্থায়নে বছরব্যাপী প্রশিক্ষণে ও শিক্ষাপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করে।

ইন্টারনাল অডিট সার্টিফিকেশনের মাধ্যমে OCAGএ-এর প্রফেশনাল দক্ষতাবৃদ্ধি করতে বছরব্যাপী অত্র প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ২৫ জন অফিসার ছাড়াও আইআইএ বাংলাদেশের প্রেসিডেন্ট আতিক-ই-রব্বানী, সেক্রেটারি জেনারেল এম নুরুল আলম, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন, ট্রেজারার নন্দ দুলাল সাহা, ট্রেনিং এ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটি-এর চেয়ারম্যান অমিতাভ সাহা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview