Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে সেনাসহ নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে এক সৈন্যসহ তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) ভোরে রাজ্যের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলওয়ামার ডালিপোরা এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর চারটা থেকেই গোলাগুলির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। এ সময় জঙ্গি দমন যৌথ অভিযানে নামে ভারতের ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তারা একটি বাড়িতে অবস্থানরত দুই বিচ্ছিন্নতাবাদী ঘেরাও করে নিলে শুরু হয় সংঘর্ষ।

এ সময় জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই এক সৈন্য নিহত হয়। এরপর নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এ ঘটনায় আরও দুই সৈন্য ও এক বেসামরিক আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে অভিযান চলছে। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। অন্য কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা জানতে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের আত্মঘাতী হামলায় ভারতের ৪৪ জওয়ান নিহত হন। এর পর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। 

Bootstrap Image Preview