Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তিরহাট বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল মনছুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আবুল মনছুর স্থানীয় মৃত মুহাম্মদ মিয়ার ছেলে।

এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নিহতের চাচা জহুর ছাপা (৭৫), ভাই মুহাম্মদ আকবর (৩৫) ও ভাতিজা মুহাম্মদ রুমান (২৫)।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে দাবি করেছেন নিহতের ভাই মোহাম্মদ লোকমান। প্রতিবেশী বাবু এবং তার সহযোগীরা মনছুরকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানান তিনি।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, ইফতারের আগ মুহূর্তে মনছুরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমি নিয়ে বিরোধে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক হামিদুর রহমান বলেন, রাত ৮টার দিকে চার জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মনছুরকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

Bootstrap Image Preview