Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোজার মাসেও গরিবের চাল পাচার, ১০৭ বস্তা জব্দ!

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাচারকালে ১০৭ বস্তা (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়েছে। রোজার সাসেও এমন অনৈতিক কাজে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস।

গত সোমবার রাতে উপজেলার কালেঙ্গা সড়কের মোড় থেকে এ চাল আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, সরকারি চালের বস্তাগুলো উপজেলার ৯ নং রানীগাও ইউনিয়ন পরিষদ থেকে পাচার হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। আটকের পর চালের বস্তাগুলো খাদ্য গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মুবিন চৌধুরী ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

Bootstrap Image Preview