Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বিকাশ প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিকাশ প্রতারনা চক্রের মূল হোতা মোঃ মহাসিন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ।

মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজার হতে ওই প্রাতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক মো: মহাসিন মিয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজার এলাকার মৃত: বাদশা মিয়ার ছেলে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা মো: সাদিয়া আক্তরের বিকাশ একাউন্টের পিনকোড চুরি করে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এঘটনায় ওই নারী একটি অভিযাগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডোলজানি বাজারে অভিযান চালায় পুলিশ।

এসময় ওই বাজার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি রেজিষ্ট্রার ও ২০ হাজার টাকাসহ বিকাশ প্রতারনা চক্রের মূল হোতা মো: মহাসিন মিয়াকে (৫০) গ্রেফতার করে। তিনি আরো জানান, ওই প্রতারক বিভিন্ন লোকের বিকাশ একাউন্ট হ্যাক, বিকাশ কর্মকর্তা সেজে ও পিন কোড চুরি করে প্রতারনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে ওই প্রতারক।

Bootstrap Image Preview