Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলিস্তানে মানুষের হাঁটার জন্য রাস্তা বের করে দিল ছাত্রলীগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গুলিস্তানের ফুটপাতগুলো বন্ধ করে গড়ে উঠেছে ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান। এই ছোট দোকানগুলোর জন্য সাধারণ জনগের বেশ ভোগান্তি পোহাতে হয়। জনগণের কষ্ট লাঘবে এই ফুটপাত থেকে দোকানগুলো উচ্ছেদ করে মানুষের হাটার রাস্তা করে দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানী।

আজ রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উদ্যোগে গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ করে মানুষের হাঁটার পথ কে সচল এবং গ্রীনলাইনের অবৈধ টিকেট কাউন্টার উচ্ছেদ করে সঠিক স্থানে হস্তান্তর করা হয়।

ছাত্রলীগ সূত্র জানায়, ফুটপাত দখল করে রাখা হকার ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তিনি উচ্ছেদ করেন।

ছোট দোকানগুলোর জন্য সাধারণ জনগণের বেশ ভোগান্তি পোহাতে হয়। জনগণের কষ্ট লাঘবে এই ফুটপাত থেকে দোকানগুলো উচ্ছেদ করে মানুষের হাঁটার রাস্তা করে দিয়েছেন গোলাম রাব্বানী।

এ সময় একটি বাসের অবৈধ টিকেট কাউন্টারও উচ্ছেদ করা হয় বলে তারা জানায়। রবিবার গোলাম রাব্বানীর উদ্যোগে ছাত্রলীগ নেতাকর্মীরা গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করে বলে জানা যায়।

এর ফলে গুলিস্তানের যানজট অনেকাংশে কমেছে এবং মানুষের মনে এই ইতিবাচক কাজের জন্য রমজান মাসে একটু হলেও স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview