Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদি আবার ক্ষমতায় আসার ভবিষ্যবাণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আগামী ২৩ মে ভাগ্য নির্ধারণ হবে দেশের তাবড় তাবড় নেতাদের। ভারতজুড়ে চলছে বৃহত্তম গণতন্ত্রের ভোটযজ্ঞ।দিল্লির ক্ষমতায় কে আসবে? মোদী না রাহুল। না অন্য কেউ। সমস্ত কিছু পরিস্কার হয়ে যাবে আগামী ২৩ মে। আর সেদিকেই এখন নজর গোটা দেশের। টেনশনে রয়েছে ডান-বাম সবপক্ষই। কিন্তু তার আগে চমক দিলেন এক জ্যোতিষী।

জানালেন, যে সাতরকমভাবে হিসেব কষে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে, সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতছেন মোদিই। তবে লড়াইটা যে এবার বেশ কঠিন হবে সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

এমনিতেই এবারের লড়াইটা জোরদার। সদ্য পাঁচ রাজ্যের সাফল্যে আশা দেখছে কংগ্রেস। অন্যদিকে এবারও মোদি ঝড়েই আস্থা রাখছে বিজেপি। কিন্তু মোদি ঝড় থাকলেও মমতার নেতৃত্বে তৈরি হচ্ছে আঞ্চলিক মহাজোট। যা আরও চিন্তায় রেখেছে মোদি সরকারকে। এরই মধ্যে বোমা ফাটালেন জনপ্রিয় জ্যোতিষী বেজান দারুওয়ালা।

সংবাদসংস্থা এএন‌আই-কে তিনি বলেন, এবার লোকসভার লড়াইটা হবে বেশ কঠিন। তবে শেষমেষ জয় ছিনিয়ে নেবেন মোদিই। তিনি আরও জানান, যে রাহুল গান্ধীর রাশি জেমিনাই, তাই রাহুল মানুষের ভাল ক‍রবেন তিনিই, তবে তাঁর জয় কঠিন। সেইসঙ্গে তিনি আর‌ও বলেন, চিনা অ্যাস্ট্রোলজি অনুযায়ী, রাহুল হল কুকুর আর মোদী বাঘ। তার মতে, কুকুর খুব‌ই ভাল হয়। কিন্তু থাকে সবসময় বাঘের নীচে।
 
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আর‌ও বলেন, মোদির গুণ হল যে তিনি সোজাভাবে ও সৎভাবে চিন্তা করতে পারেন। রাহুল নেতা হিসেবে খুব ভাল হলেও তিনি মোদির থেকে একধাপ পিছনে থাকেন। ফলে হাজারও চেষ্টা করেও রাহুল শেষ হাসি হাসতে পারছেন না।

তবে সত্যিই কি শেষ হাসি হাসতে চলেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি? তা জানার জন্যে অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ২৩ মে পর্যন্ত।

Bootstrap Image Preview