Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সিরাজুল ইসলাম ইমরান (২৪) ও মো. রিপন মিয়া (৩৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪,৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

১১ মে, ২০১৯ রাত ৯.৫৫ টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ১,৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম জানায়, সে কক্সবাজার হতে উক্ত ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে ঢাকা যাচ্ছিল। সে মূলত টাকার বিনিময়ে ইয়াবা ট্যাবলেটের চালান পৌঁছে দিত। সে ইতোপূর্বে একাধিকবার কক্সবাজার হতে বিমানযোগে ইয়াবা ট্যাবলেট বহণ করে ঢাকায় বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর নিকট পৌঁছে দেয়।

১২ মে, ২০১৯ সকাল ১০.৪০ টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অপর এক অভিযান চালিয়ে মোঃ রিপন মিয়ার হাতে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশী করে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায়, সে পেশায় একজন ড্রাম ট্রাক চালক। সে প্রতিমাসে ৩/৪ হাজার পিস ইয়াবার ০২টি করে চালান টাঙ্গাইলের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর নিকট পৌঁছে দিত। প্রতি পিস ইয়াবা ট্যাবলেট ৮৫-৯০ টাকা দরে কক্সবাজার হতে ক্রয় করে তার নিজ জেলা টাঙ্গাইলে প্রতি পিস ইয়াবা ট্যাবলেট ১৪০-১৫০ টাকা দরে বিক্রয় করত।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview