Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় ১৫ মাসে ১২৮টি বেওয়ারিশ লাশ দাফন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ইসলামি শরীয়াহ মোতাবেক আঞ্জুমানে মুফিদুল ইসলাম কুমিল্লা শাখা গত ১ বছর ৩ মাসে ১২৮ জন মুসলিম বেওয়ারিশ লাশ দাফন করেছে।

সংগঠনের সহসভাপতি কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক বলেন, গত ১ বছর ৩ মাসে ১২৮ টি লাশ দাফন বাবদ সংগঠনটি দুই লাখ ৫৬ হাজার টাকা ব্যয় হয়েছে আমাদের।

এসময় তিনি আরো বলেন,  কুমিল্লা একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, সে কারণে বেওয়ারিশ লাশের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। দিন দিন বেওয়ারিশ লাশ বাড়ছে। কুমিল্লার টিক্কারচর কবরস্থানে আঞ্জুমানের যে নিজস্ব কবরস্থানটুকু রয়েছে সেখানে আর স্থান সংকুলান হচ্ছে না। নতুন লাশ দাফন করতে গেলে বেরিয়ে আসছে অন্য লাশ। সংগঠনটি তাদের সীমিত আয় হতে তিন লাখ ৬৪ হাজার সাতশ টাকার মাটি ভরাট করে নতুন লাশ দাফন করে আসছে। তারপরেও নতুন করব খুরতে গেলে অন্য কবরের লাশ বেড়িয়ে পড়ছে। অচিরেই নতুন কবরস্থানের জায়গা নির্ধারণ করতে না পারলে বেওয়ারিশ লাশ দাফন করতে প্রচন্ড সমস্যায় পরবে সংগঠনটি।

Bootstrap Image Preview