Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাসেল হত্যার আরও ২ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ১২ মে ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)রাজধানীর কদমতলী এলাকায় রাসেল হত্যাকাণ্ডে জড়িত আরো দুই অভিযুক্তকে সিএমপি চট্টগ্রাম এর ইপিজেড থানা এলাকায় থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম- জহিরুল হক ওরফে সানু (২৮) ও পিংকি আক্তার (২৫) ।

১১ মে, ২০১৯ রাত ১২.২০ টায় সিএমপি চট্টগ্রাম এর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর একটি বিশেষ টিম।

উল্লেখ্য, রাসেলের গ্রামের বাড়ি খুলনার রূপসা থানা এলাকায়। চাকরির সন্ধানে ঢাকায় এসে গত ১০ অক্টোবর, ২০১৫ রাত আনুমানিক ১১ টার দিকে কদমতলী থানাধীন বড়ইতলা মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। উক্ত ঘটনায় ভিকটিমের মা রাশিলা বেগম গত ১৩ অক্টোবর,২০১৫ কদমতলী থানায় একটি মামলা রুজু করেন।

মামলাটি প্রথমে তদন্ত করে কদমতলী থানা পুলিশ। পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতের আদেশে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে। মামলাটি তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল ওরফে পিচ্চি সজল, মো. হোসেন বাবু ওরফে হুন্ডা বাবু ও সজল এই তিনজনকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারকৃত এই ৩ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে তারা উক্ত হত্যাকাণ্ডে পিংকি ও তার স্বামী জহিরুল হক ওরফে সানুর জড়িত থাকার কথা প্রকাশ করে।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল (১১ মে, ২০১৯) চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ’র ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে জহিরুল হক ওরফে সানু ও পিংকি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত পিংকি ও তার স্বামী জহিরুলের বিরুদ্ধে কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Bootstrap Image Preview