Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ ডাকাত গ্রেফতার

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বাহুবলের ডুবাঐ বাজারের নিকট থেকে ২৪ ঘণ্টার মধ্যে আরো ২টি চোরাই মোটরসাইকেলসহ বিক্রিকালে ২ মোটরসাইকেল চোরাকারবারী আটক জেলা গোয়েন্দা একদল পুলিশ আটক করেছে। 

আটককৃতরা হচ্ছে- বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের মোঃ আব্দুস শহীদের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৫) ও দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ ইদ্রিছ মিয়ার পুত্র মোঃ সাহাবুদ্দিন (৩৫)। 

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আব্দুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

উল্লেখ, আটককৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বাহুবল ও চুনারুঘাটে দ্রুত বিচার আইন, মসাদকসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে এবং আটক সাহাবুদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় ৯টি মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের  এসআই আব্দুল করিমের নেতৃত্বে উল্লিখিত সময়ে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ডুবাঐ বাজারের অদূরে অবস্থান নেয়। 

দীর্ঘসময় অপেক্ষার পর ২টি মোটরসাইকেলে ৪ জনকে সন্দেহজনক হওয়ায় আলাপ আলোচনা করতে পুলিশ তাদের দিকে এগিয়ে যায়। এসময় অবৈধ ব্যবসার জন্য যারা যারা ছিল পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় ২ জনকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অপর দু'জন পালিয়ে যায়। পুলিশ তাদের ব্যবহৃত কালো রংয়ের ১০০ সিসি জারা ও কালো রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে।  

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে এরা দু'টি মোটরসাইকেলই চোরাই এবং এগুলো বিক্রির জন্য উল্লেখিত স্থানে নিয়ে এসেছিল বলে স্বীকার করেন। আমাদের অভিযান দিন অব্যাহত থাকবে। 

Bootstrap Image Preview