Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মুনাফা রোধে কাপড় ব্যবসায়ীদের সতর্কিতকরণ

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে কাপড়ের দোকানগুলোতে অতিরিক্ত মুনাফা রোধে ব্যবসায়ীদের সর্তক করে দিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসন থেকে এই সতর্কিতকরণ এবং  বিভিন্ন দোকানে    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট শামসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন।  

এসময় শহরের ঘাটিয়া বাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য যাচাই করে দেখা যায়, কিছু কিছু কাপড়ে ১০০ শতাংশ মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২ হাজার টাকায় কেনা কাপড়ের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। আবার একই কাপড়ের মূল্য একেক প্রতিষ্ঠানে একেক রকম।  

কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী দুইদিনের মধ্যে মূল্য পুনঃনির্ধারণের শর্তে তাদেরকে সতর্ক করে দেয়া হয়। 

এবিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী রবিবার (১২ মে) থেকে রমজান মাসে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতেের অভিযান অব্যাহত থাকবে।  

 

Bootstrap Image Preview