Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় পুলিশকে পেটালেন ভারতীয় জওয়ানরাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১১:০২ AM
আপডেট: ১০ মে ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঠিক সময়ে বাস না পাওয়ায় থানায় ঢুকে ভাঙচুর চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। এছাড়া থানার কর্মরত পুলিশদের বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ মে) দেশটির পশ্চিমবঙ্গের আরামবাগ থানায় এ ঘটনা ঘটেছে। খবর- জি নিউজ।

সূত্র থেকে জানা যায়, ভোটের দায়িত্বে কোচবিহার থেকে আরামবাগে এসেছিলেন ওইসব জওয়ান। এতদিন ছিলেন আরামবাগ বয়েজ স্কুলে। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর ফিরে যাওয়ার কথা। সেই মতো তারা তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু বাস আসতে দেরি করে।

এজন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ একটি বাস এলেও অন্য একটি বাস আসেনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জওয়ানরা। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, থানায় যাকে সামনে পেয়েছেন তাকেই পিটিয়েছেন তারা। বাহিনীর লোকজনের হাতে মার খান সেখানকার পুলিশ কর্মীরা।

এছাড়া ছবি তুলতে গিয়ে মার খান কয়েকজন সাংবাদিকও। তাদের কাছ থেকে মোবাইল, ক্যামেরা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

এই নিয়ে সেখানকার পুলিশের পক্ষ থেকে কেউই মুখ খুলতে চাননি বলে খবরে বলা হয়েছে। 

Bootstrap Image Preview