Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতি দমন কর্মকর্তাকে জুতাপেটা করার ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ডের জামশেদপুরের ম্যাঙ্গো এলাকায় এক নারীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করায় প্রকাশ্যে তাকে জুতাপেটা করেন । আর সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহুতেই ভাইরাল হল। 

ওই নারী বলেন, দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেফতারের উদ্দেশেই টাকা দেওয়ার কথা বলে ডেকে আনেন তিনি। পরে পুলিশের কর্মকর্তারা তাকে আটক করেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তির কাছে ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই ব্যক্তিকে মারধরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই প্রতারককে প্রথমে মারধর করেন এক ব্যক্তি। তাকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান তিনি। পরে পুলিশের ইউনিফর্ম পরিহিত এক নারীর সামনে অপর একজন নারী ওই ব্যক্তির শার্টের কলার ধরে মারপিট করেন। শুধু তাই নয়, জুতা হাতে ইচ্ছে মতো পেটান তাকে। এ সময় যখন ওই ব্যক্তি কোনো রকমে ছুটে গিয়ে গাড়িতে ওঠেন, তখন জুতা পরে ঘটনাস্থল থেকে বাড়ির পথে রওয়ানা দেন ওই নারী।

ওই নারীর অভিযোগ, পারিবারিক সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দিয়ে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিজেকে দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview