Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে রক্ত দিয়ে লেখা চিঠি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


কিছুদিন আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদীর সেই মন্তব্যের জন্যই এবার হাত কেটে রক্ত দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন আমেঠির এক যুবক। 

মনোজ কাশ্যপ নামে শাহগড়ের ওই তরুণ লেখেন, মোদির এই বক্তব্যে তিনি আতঙ্কিত। চিঠিতে তিনি লেখেন, ‘‌আমেঠির মানুষের আবেগে আঘাত করেছেন নরেন্দ্র মোদি। রাজীব গান্ধীর সময়ই দেশে আঠারো বছরে ভোটাধিকার হয়েছিল। দেশে পঞ্চায়েতি রাজ কায়েম হয়েছিল তার নেতৃত্বেই। নরেন্দ্র মোদি যে কথা বলেছেন তাতে, আমেঠিকে অপমান করা হয়েছে।’‌ 

চিঠিতে কাশ্যপ আরও লেখেন, ‘‌কোনো রাজনৈতিক পরিচয়ে নয়। আমেঠির আবেগে জুড়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আর বর্তমান প্রধানমন্ত্রী সেই আবেগকেই আঘাত করেছেন।’‌

এতদিন নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী ও কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিতেন মোদি। কিন্তু কিছুদিন আগে উত্তরপ্রদেশের প্রতাপ গড়ের একটি জনসভায় গিয়ে হঠাৎই সরাসরি আক্রমণ করে বসেন রাহুল গান্ধীর বাবা তথা সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। 

তিনি বলেন, ‘‌আপনার বাবাকে তার পারিষদরা মিস্টার ক্লিন বলে ডাকত। কিন্তু তার জীবন শেষ হয়েছিল এক নম্বর ভ্রষ্টাচারী হিসেবে।’‌ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও। টুইট করে মোদির ওই বক্তব্যের নিন্দা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Bootstrap Image Preview