Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৬ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের (জাতীয়  তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী) ইউপি সদস্য জিলু মিয়ার পুত্র আরজান মিয়া (২৮), মৃত রওশন আলীর পুত্র মোঃ আমির আলী (৩২), আলম খা’র পুত্র মোঃ তোফজ্জল খা (২৩)।

এ সময় কৌশলে একই গ্রামের লাল মিয়া (৩০) পুলিশের অবস্থান টের পেয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে যেতে  পালিয়ে সক্ষম হয়।

জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার-ফতেহপুর এলাকার মহাসড়কের ওআব্দার রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে রোড ব্রিগেড দিয়ে অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তবে সু-চতুর লাল মিয়া চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উল্লেখিত সময়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও ইকবাল বাহারসহ একদল পুলিশ মনিয়ে ওই এলাকায় অভিযান চালানোর জন্য অবস্থান নেয়। 

এসময় আটককৃত মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে হবিগঞ্জ জেলা সদরের দিকে ঢোকার সময় একটি অটোরিকশা আটকানোর চেষ্টা করলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

কিন্তু গোয়েন্দা পুলিশের চৌকুস বাহিনীর নিকট তারা আটকা পড়ে যায়। এ সময় পুলিশ তল্লাশি গাড়ি ও মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি চালায়।

এসময় ২১টি নীল রঙের প্রতি প্যাকেটে ১'শ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। এতে মোট ২ হাজার ১'শ ইয়াবা ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কায়দায় দেশের বিভিন্ন জায়গা থেকে এনে বড় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পাচার করে আসছিল।

তিনি আরো বলেন, এস আই আবুল কালাম আজাদ বাদী হয়ে পালিয়ে যাওয়া লাল মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Bootstrap Image Preview