Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


এসএসসি পরীক্ষায় ফেল করায় চিরকুট লিখে মায়ের কাছে ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাহাব উদ্দীন (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী। 

সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ী গ্রামের একরামুল হকের ছেলে। সে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল। ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। যার পরীক্ষার রোল-২০৩২৬৭। 

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকালে গ্যাস ট্যাবলেট খায় সাহাব উদ্দীন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।  

বালিয়াডাঙ্গী থানা একটি ইউডি মামলা দায়ের করেছে তার তার মা শহর বানু। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান থানার এই কর্মকর্তা।  


 

Bootstrap Image Preview