Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খিলক্ষেতে র‍্যাবের সঙ্গে ‌গুলিবিনিময়, মাদক কারবারি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১০:০৮ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সংলগ্ন ডুমনী এলাকায় গতকাল সোমবার দিবাগত র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে এক মাদক কারবারি নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৭ বছর বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান মোবাইলে ক্ষুদ্রে বার্তা দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে র‍্যাব-১ এর এসপি মো. কামরুজ্জামান বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে-এমন সংবাদে নিয়মিত টহল দল ডুমনী এলাকায় ডুমনী এলাকায়  যায়।

এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিবা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। পরে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আনুমানিক দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান এসপি কামরুজ্জামান।

Bootstrap Image Preview