Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকে দায়েশ সন্ত্রাসীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ব্লাক ওয়াটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


লেবাননের একটি সংবাদ মাধ্যম দাবী করছে মার্কিন কুখ্যাত সিকিউরিটি ফার্ম ব্লাক ওয়াটার ইরাকের  বাগদাদের কাছে একটি ঘাঁটিতে বেসরকারি এ সিকিউরিটি কোম্পানীটি পরাজিত উগ্র তাকফিরি দায়েশকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।

লেবাননে আরবি ভাষার দৈনিক আল আখবার জানিয়েছে, আমেরিকার কঠোর চাপের মুখে ২০১৮ সাল থেকে ব্লাকওয়াটারসহ অন্যান্য সিকিউরিটি কোম্পানি ইরাকে তৎপরতা চালানোর অনুমতি দেয়া হয়েছে। ইরাকে মার্কিন মিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জয়ি হুডের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে আল আখবার জানিয়েছে, ব্লাকওয়াটার তাদের সামরিক সরঞ্জাম জর্দান থেকে ইরাকের আনবার প্রদেশে স্থানান্তর করেছে।

সূত্রগুলো জানিয়েছে, বেসরকারি এ কোম্পানিটি বর্তমানে ইরাকের অভ্যন্তরে অবস্থিত এইন আল আসাদ ঘাঁটিতে দায়েশ সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরে এই ঘাঁটিটি পরিদর্শনে এসেছিলেন কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল আখবার জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সর্বশেষ শহর বাকুজ থেকে বহু সন্ত্রাসীকে ট্রাকে করে প্রশিক্ষণ শিবিরে নিয়ে আসা হয়েছে।

Bootstrap Image Preview