Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা ২ বছর চাল পাবে হবিগঞ্জের ১৭ হাজার দরিদ্র

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলায় ১৭ হাজার ২১৭ জন অস্বচ্ছল পরিবারের নারীরা পাচ্ছেন ৩০ কেজি করে ভিজিডি’র চাল। আগামী দুই বছর ধরে কার্ডধারী দরিদ্ররা এই সুবিধা ভোগ করবেন।

সোমবার (৬ মে) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

উক্ত চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুকসহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, হবিগঞ্জ জেলায় ১৭ হাজার ২১৭ জন এই সুবিধা ভোগ করছেন। তারা আগামী দুই বছর প্রতি মাসেই ৩০ কেজি করে চাল পাবেন। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণকৃত কার্ডের মাধ্যমে তাদেরকে এই চাউল প্রদান করা হচ্ছে।

ওসোমবার লস্করপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৯০টি অস্বচ্ছল পরিবারের নারীকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। এ ছাড়াও পুরো জেলাজুড়ে ভিজিডি বিতরণ কার্যক্রম চলমান।

চাল নিতে আসা তাহেরা খাতুন বলেন, তার পরিবারে কর্মক্ষম মানুষ তিনি ছাড়া আর কেউ নেই। রমজান মাসকে সামনে রেখে এই ৩০ কেজি চাউল পাওয়ায় রমজান মাসে তার অনেক সুবিধা হচ্ছে।

রুহেনা নামে অপর এক উপকারভোগী বলেন, রোজা মাস শুরুর পূর্বের দিন এই চাল বিতরণ করায় দরিদ্র লোকজনের অনেক উপকার হবে। এ ছাড়া ঈদ মৌসুমে আবারো এই চাল পাবে দরিদ্ররা। এতে করে তাদের ঈদের আনন্দ বেড়ে যাবে।

চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, অনেক সময় জন্মদাতা পিতা-মাতাকে খাবার দেয় না সন্তান। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের তিনবেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। দেশের একটা মানুষও ক্ষুদার্থ থাকবে না; এটাই চান তিনি। সেজন্যই বছরজুড়ে অস্বচ্ছল লোকদের জন্য সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

এ সময় সরকারি সুবিধা নিতে কোনও জনপ্রতিনিধি বা কর্মকর্তা-কর্মচারীকে উৎকুচ না দেয়ার জন্য উপস্থিত উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview