Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘোমটা নিয়ে মন্তব্য করায় চোখ উপড়ে ফেলার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ০৬ মে ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


ঘোমটা নিয়ে মন্তব্য করায় ভারতের গীতিকার জাভেদ আখতারকে হুমকি দিল মহারাষ্ট্র করনি সেনা। জাভেদের চোখ উপড়ে নেওয়ারও হুমকি দিয়েছে সংগঠনটি।

করনি সেনার মহারাষ্ট্র শাখার প্রধান জীবন সিং সোলাঙ্কি একটি ইংরেজি দৈনিককে জানিয়েছেন, ‘আমরা জাভেদ আখতারকে তিন দিনের মধ্যে তার 'ঘোমটা' মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছি। তা না করলে এর ফল তাকে ভোগ করতে হবে।’

জীবন সিং সোলাঙ্কির হুমকি দিয়ে বলেছেন, ‘আমরা ওর চোখ উপড়ে নেব। ওর জিভ ছিঁড়ে নেব। ওকে ওর ঘরে ঢুকে মারব।’

সম্প্রতি শ্রীলঙ্কায় বোরখা নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। এ নিয়েই একটি মন্তব্য করেন আখতার। ওই ইংরেজি দৈনিককের দাবি জাভেদ আখতার বলেন, ‘নিরাপত্তার প্রশ্নে মুখ ঢাকা দেওয়া একটা সমস্যার সৃষ্টি করতে পারে। যদি বোরখা নিষিদ্ধ করা হয় তাহলে ঘোমটা নিয়েও ভাবতে হবে। বোরখা কিংবা ঘোমটার প্রয়োজন কী?’

করনি সেনার হুমকি নিয়ে টুইটারে মন্তব্যও করেছেন জাভেদ আখতার। তিনি লেখেন, ‘কিছু লোক আমার মন্তব্য বিকৃত করার চেষ্টা করছে। আমি বলেছিলাম, হতে পারে শ্রীলঙ্কায় নিরাপত্তার কথা মাথায় রেখে বোরখা নিষিদ্ধ করা হয়েছে।’

Bootstrap Image Preview