Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের ৮৮ রানে হারালো আয়ারল্যান্ড 'এ' দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১২:৩০ AM
আপডেট: ০৬ মে ২০১৯, ১২:৩০ AM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের মূল পর্বের লড়াইয়ের আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানে হেরেছে টাইগাররা।

টসে জিতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান করে  আয়ারল্যান্ড উলভস। বিশাল এই রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় মাশরাফিরা।

টাইগারদের হয়ে সর্বচ্চো রান করেন সাকিব আল হাসান। ৪৩ বলে তিনি করেন ৫৪ রান। অন্যদিকে  ১০ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে  তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। 

আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ জেসন হোল্ডারের উইন্ডিজ দল। এরপরই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের উড়াল দিবে লাল-সবুজের দলটি।

বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।

আয়ারল্যান্ড উলভসঃ হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং। 
 

Bootstrap Image Preview