Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি শ্রমিককে ভয় পাই না, ভদ্র লোককে পাই : ড. রুবানা হক

নারী ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১০:০২ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview


আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময় কোনো কারখানা শ্রমিক যেন খালি হাতে বাড়ি ফিরে না যায় সেজন্য যথাসময়ে বেতন বোনাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

রোববার বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শিল্প কলকারখানার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজীপুরের শ্রীপুরের গ্রীন ভিউ রিসোর্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, পিপিএম।

ড. রুবানা হক আরও বলেন, আমি কখনও শ্রমিককে ভয় পাই না। আমি ভদ্র লোক ভয় পাই। মুখোশধারী ভদ্র লোক ভয় পাই। শ্রমিকের সঙ্গে কথা বলা যায়। কারখানার মালিক ও শ্রমিকের সম্পকর্টা হতে হবে বন্ধুত্বের মতো, কোনো শ্রমিকের ওপর অযাচিত বলপ্রয়োগ করা যাবে না, কোন অবস্থাতেই সাংঘর্ষিক হওয়া যাবে না। সব সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এখনও আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়, যখন আমরা দেখি শ্রমিকরা ট্রাক ভরে বেতনের দাবিতে বিজিএমইএ এর প্রধান কার্যালয়, সড়ক-মহাসড়কে অবস্থান নেয়।

নারীদের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে ড. রুবানা হক আরও বলেন, নারীরা আজ আমাদের সম্পদ, উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে নারীদের সব ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, পুরুষের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সব ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, শিল্পসমৃদ্ধ গাজীপুরে আমরা অনেকটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করছি, বিশেষ করে পোশাক শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তার লক্ষ্যে । তিনি পোশাক কারখানার মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সিদ্ধান্ত নেন কার সঙ্গে ব্যবসা করবেন। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। নিরাপদে ব্যবসা করার জন্য গাজীপুর এখন একটা উদাহরণ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন কারখানার মালিক ও কর্মকর্তাদের উপস্থাপিত সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা সমাধানের আশ্বাস দেন।

Bootstrap Image Preview