Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে আর্ন্তজাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। 

রবিবার (৫ মে) দুপুরে কেককাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল 'সবার জন্য স্বাস্থ্য' অর্জনে সোচ্চার। নার্সদের উদ্বুদ্ধ করতে এই শ্লোগানকে কাজে লাগিয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। 

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নাক, গলা ও কান বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম, শিশু বিষেশজ্ঞ ডা. আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডা. দীলিপ কুমার রায়, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেত, নাসিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত) কল্পনা রানী দাস ও জ্যেষ্ঠ স্ট্যাপ নার্স শাহনাজ পারভীন, গীতা পাল, জোৎস্না বর্মন, রুবি বেগম, আর্জিনা আকতার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ডা. রনজিৎ কুমার বর্মণ নার্সদের উদ্দেশ্যে বলেন, ১৯৯তম নার্স দিবসে ইতালীর ফ্লোরেন্স শহরের নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল ১৮২০ খ্রীষ্টাব্দে ১২ মে জন্মগ্রহণ করেন। তাকে স্মরণ করতে প্রতিবছর পালন কর হয় দিবসটি।

তিনি বলেন, সেবার মান ধরে রাখতে সবাইকে সোচ্চার হতে হবে।  

এই মহীয়সি নারী সেবা (নার্সিং) কার্যক্রমকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন। তিনি আমাদের মাঝে নেই, আছে শুধু তার অনুপ্রেরণা।

সভাপতি আরো বলেন, হাসপাতালের একটি রোগী যেন সেবা থেকে মুখ ফিরিয়ে না নেয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Bootstrap Image Preview