Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘রাম’ধ্বনি শুনে যুবকদের ধাওয়া করলেন মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাড়িতে করে যাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় রাস্তার পাশে দাঁড়ানো কয়েক যুবক মমতার গাড়ি দেখে ‘জয় শ্রীরাম’ বলে শ্লোগান দিতে থাকে। এতেই বাধে বিপত্তি। 

শনিবার (৪ মে) বিকালে ভারতের পূর্ব মেদিনীপুর জেলায় চন্দ্রকোনার কাছে ঘটনাটি ঘটে।

শ্লোগান কানে যেতেই সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে বলেন মমতা ব্যানার্জি। নিজেই গাড়ির দরজা খুলে নেমে আসেন রাস্তায়। ততক্ষণে শ্লোগান দেওয়া যুবকরা পিছু হঠতে শুরু করে।

মুখ্যমন্ত্রী সে দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন, ‘কী রে, পালাচ্ছিস কেন? আয়, আয়! সামনে আয়। পালাচ্ছিস কেন?

এরপর চন্দ্রকোনায় পদযাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘দু’দিন পরে ভোট চলে যাবে। ভোট মিটে গেলে সবাইকে ভালভাবে এখানে থাকতে হবে। এটা মাথায় রেখো। বেশি গরম দেখিয়ো না।

এদিকে ওই ঘটনার পর রাজ্য পুলিশ বিজেপি সমর্থক তিনজন যুবককে আটক করে। তবে নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই রবিবার সকালে তাদের ছেড়েও দেওয়া হয়েছে।

তবে জয় শ্রীরাম শুনে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা চলছে। অনেকেই বলছেন, জয় শ্রীরাম শ্লোগান শুনতে তার যতই খারাপ লাগুক, মুখ্যমন্ত্রীর মতো একটা সাংবিধানিক পদে থেকে তার এমন আচরণ করা ঠিক হয়নি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে কী জয় শ্রীরাম বলা অপরাধ? আমিও দিদিমণিকে বলছি, সাবধানে কথা বলুন।

এ বিষয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম শ্লোগানের মাধ্যমে সাম্প্রদায়িকতার আমদানি করতে চাইছে বিজেপি।

Bootstrap Image Preview