Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকারের সভাপতিত্বে উপজেলা  নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহিরের পরিচালনায় উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় চৌহালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার  নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ের কুফল, মাদকদ্রব্য জাতীয় সম্পর্কে জনসচেতনতা গড়ে তোর জন্য উপজেলা পরিষদের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানান।

এতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেহাই-পুকুরিয়া সপ্রাবি সংলগ্ন ব্রীজ, উপজেলা সদরে রাস্তার হেয়ারিং বন কাজের উদ্বোধন শেষে এলাকার অসহায় দুঃস্থদের মাঝে নগদ জনপ্রতি ৬ হাজার টাকা করে ৬৪ জনকে ৩'শ ৬৮ হাজার টাকার চেক, ১০৪ বান্ডিল ঢেউটিন ৬৪ জনকে ২'শ ৯৯টি সোলার হোম সিস্টেম সৌরবিদ্যুৎ। যার বরাদ্দকৃত মূল্য ৫৩ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকা বিতরণ করা হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আ'লীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দফতরের সরকারি অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দরা।  

Bootstrap Image Preview