Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাণ্ডব থেকে লক্ষাধিক মানুষকে প্রাণে বাঁচিয়ে 'হিরো' পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


ভারতের ওড়িশা রাজ্যের ১২টি জেলায় ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার রাজ্য সরকার। এছাড়া অন্ধ্রপ্রদেশের ওড়িশা সংলগ্ন এলাকায় তুমুল ঝড়ে নষ্ট হয়েছে প্রায় ৫৮ কোটি ৬০ লক্ষ টাকার ফসল ও সম্পত্তি।

এদিকে, ওই ঘূর্ণিঝড়ে অসামান্য অবদান রেখে উড়িষ্যার পুলিশ কর্মকর্তারা নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ৷ ভয়াবহ ফণীর তাণ্ডব থেকে লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন তারা। আর এই পরিপ্রেক্ষিতে রীতিমতো বাস্তবের 'হিরো' বলে অভিহিত হচ্ছে উড়িষ্যার পুলিশ ৷

ফণীর পূর্বাভাস পেয়ে যুদ্ধকালীন পরিস্থিতির মতো অবস্থার মুখোমুখি হয়েছেন উড়িষ্যার পুলিশ কর্মকর্তারা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন ৷ শুধু তাই নয়, দূর্গত মানুষদের ওপর সারাদিন-সারারাত নজর রেখেছেন তারা।

এদিকে ফণীর তাণ্ডবে অনেকটাই বিপর্যস্ত উড়িষ্যা। তবে ধীরে ধীরে পরিস্থিত স্বাভাবিক অবস্থায় ফিরছে।

অপরদিকে ঝড়ের তীব্রতা কমে যাওয়ায় বিশেষ ক্ষত হয়নি পশ্চিমবঙ্গে। বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির সময়ে প্রশাসনের পাশে থাকার জন্য বাসিন্দাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ওড়িশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত কাল সকাল আটটা নাগাদ পুরীতে আছড়ে পড়ে ফণী। তার পরে ওই ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয় ভুবনেশ্বর, বালেশ্বর, জাজপুর, খুরদা ও নয়াগড়ের মতো এলাকা।এখনও ১৬ জনের মৃত্যু খবর পাওয়া মিলেছে।

দেশটির প্রশাসন জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ১১ লক্ষ বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরানোয় ব্যাপক প্রাণহানি এড়িয়েছে।

ওড়িশার অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ মহাপাত্রের কথায়, ‘এই ঝড়ে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন বলে ধারণা। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও সঠিক সংখ্যা জানতে পারিনি।’

তিনি আরো জানান, পুরী ও ভুবনেশ্বরে টেলিকম নেটওয়ার্ক একেবারে বির্পযস্ত। সেই নেটওয়ার্ক চালু হতে সময় লাগবে।

তাঁর কথায়, কোন কোন এলাকায় বেশি ক্ষতি হয়েছে তা এখনও বোঝার চেষ্টা করছি।

বিদ্যুৎসচিব হেমন্ত শর্মা জানান, ভুবনেশ্বরে ১০ হাজার বিদ্যুতের খুঁটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হন ৩০ লক্ষ গ্রাহক। দ্রুত ভুবনেশ্বরের ২৫% এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা চলছে। বিদ্যুতের খুঁটি ও গাছ পড়ে বন্ধ অনেক জাতীয় ও রাজ্য সড়ক।রবিবার বিকেলের মধ্যেই সড়ক থেকে সেসব সরানোর চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে বলেন, ওড়িশার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ওই রাজ্যে যাব।পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে ফোনে কথা হয়। ক্ষতিগ্রস্তদের পাশে আছে।

এছাড়া ফণীর প্রকোপে অন্ধ্রের শ্রীকাকুলাম জেলায় ১০ হাজার নারকেল গাছ পড়ে গিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

Bootstrap Image Preview