Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার শ্রীলংকায় তলোয়ার, ছুরি থানায় জমা দেয়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নতুন করে সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে শ্রীলংকান নাগরিকদের হাতে থাকা সব তলোয়ার এবং বড় আকারের ছুরি জমা দিতে বলেছে দেশটির সরকার। তবে দৈনন্দিন গৃহস্থালির কাছে ব্যবহৃত ছুরি বা যেসব ধারালো অস্ত্র রাখতে লাইসেন্স প্রয়োজন হয় না, সেগুলো জমা দেয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সরকার।

পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারা জানিয়েছেন, রবিবারের মধ্যে এসব ধারালো অস্ত্র কাছের থানায় জমা দিতে বলা হয়েছে নাগরিকদের।

গত ২১ এপ্রিল কলম্বোসহ তিন শহরের তিনটি গির্জা ও চারটি পাঁচতারা হোটেলে আত্মঘাতী বোমা হামলায় আড়াইশর বেশি মানুষের মৃত্যু হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। আর শ্রীলংকা সরকারের ধারণা, স্থানীয় দুটি জঙ্গি দল কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় ওই হামলা চালিয়েছে।

ইস্টার সানডের ভয়াবহ হামলার পর শ্রীলংকাজুড়ে জারি করা জরুরি অবস্থার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে নাগরিকদের কাছ থেকে।

Bootstrap Image Preview