Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফণীতে ক্ষতিগ্রস্থ এলাকা গাবুরা পরিদর্শন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় ফণী দূর্গত এলাকা গাবুরার বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমান এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

রবিবার (৫ মে) সকালে দূর্গত এলাকা পরিদর্শনে যান তারা। 

হেলিকপ্টারযোগে আসার পর স্প্রীডবোডযোগে মন্ত্রীদ্বয় সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা খোলপেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাটলধরা বেড়ীবাঁধের ২৭টি পয়েন্ট পরিদর্শন করেন। এসময় গাবুরাবাসী বেড়ীবাঁধের উপর দাাঁড়িয়ে মন্ত্রীদ্বয়ের দৃষ্টি কামনা করে বলেন গাবুরা ইউপিতে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা জরুরি।  

পরিদর্শনকালে তারা স্থানীয়দের দাবি অনুযায়ী গাবুরায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সংখ্যক সাইক্লোন স্লেটার নির্মাণের আশ্বাস দেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সরকার প্রমুখ। 

 

 

Bootstrap Image Preview