Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ বছর ধরে দাড়িয়ে আছে ব্রিজটি!

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


হবিগঞ্জ জেলার উপজেলার গুজাখাইর-চানপুর রাস্তায় চানপুর খালের উপর একটা ব্রিজ সংযোগবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে প্রায় ১০ বছর ধরে। দু’টি উপজেলার হাজার হাজার মানুষের চলাচলে প্রতিদিনের দুর্ভোগ লাঘবে কোনও জনপ্রতিনিধি এগিয়ে না আসায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার লোকজন প্রতিদিন চলাচল করেন এই রাস্তা দিয়ে। যাতায়াতের পাশাপাশি কৃষকদের ফসল বহনে ও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে বর্ষাকালে ব্রিজটি ব্যবহার করতে না পারায় কাজে আসছে না পুরো রাস্তাটি।

চানপুর গ্রামের আব্দুর রউফ জানান, স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা একাধিক বার এটি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। বিষয়টি নিয়ে তারা অনেকের দ্বারস্থ হয়ে সাড়া পাননি। দুর্ভোগ লাঘবে সড়ক সংযোগ দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

কৃষক খালিদ বলেন, ব্রিজ না থাকায় বর্ষাকালে ধানসহ মালামাল নিয়ে এখানে এসে গাড়ি থেমে যায়। পরবর্তীতে নৌকায় করে খাল পার করে পুনরায় গাড়িতে তুলতে হয়। শারীরিক পরিশ্রমের পাশাপাশি ধানেরও ক্ষতি হয়।

শীঘ্রই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বানিয়াচং উপজেলার তকরি মিয়া জানান, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এসে ওয়াদা দেন। কিন্তু পরবর্তীতে তাদেরকে আর খোঁজে পাওয়া যায় না। হাজার মানুষের দুর্ভোগে কেউ এগিয়ে না আসায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী জানান, নবীগঞ্জ উপজেলার গুজাখাইর, বেগমপুর, উরমপুর ও দুর্গাপুর এবং পাশর্বর্তী উপজেলা বানিয়াচং এর কাগাপাশা, চানপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। তবে ব্রিজটি বানিয়াচং না নবীগঞ্জ উপজেলার আওতায় রয়েছে তা জেনে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

Bootstrap Image Preview