Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে পুলিশের ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


সিরাজদিখানে পুলিশের ভাড়াটিয়া তথ্য ফরম পৃথক পৃথকভাবে বিতরণ করা হয়েছে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিনের নেতৃত্বে সিরাজদিখান বাজার এলাকার মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে এ তথ্য ফরম বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ মে) দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে রশুনিয়া এলাকায়, পুলিশের উপ-পরিদর্শক হিমেল হোসেনের নেতৃত্বে উপজেলা মোড় এলাকায় ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা হয়।

নিরাপত্তার স্বার্থে ও কোন সন্ত্রাস বা জঙ্গীরা যাতে বাসা ভাড়া নিয়ে অপকর্ম করতে না পারে সেই লক্ষে উপজেলার বিভিন্ন বাসা বাড়িতে ভাড়াটিয়া তথ্য ফরমে ভাড়াটিয়ার ছবিসহ সকল তথ্য নিশ্চিত করার জন্য প্রচার  করা হয়।

ভাড়াটিয়ার সকল তথ্য বাড়ির মালিকের কাছে এক কপিসহ থানা পুলিশের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এসবের মধ্যে অন্যতম হচ্ছে- ভাড়া প্রদানের সময় নাম, ঠিকানা পরিচয়পত্র এবং অন্য প্রাতিষ্ঠানিক পরিচয় যাচাই করতে হবে। কোন ভাড়াটিয়ার চলাফেরা আচরণ সন্দেহজনক হলে তাৎক্ষণিক পুলিশে খরব দিতে হবে। ভাড়াটিয়ার আসবাবপত্র কম থাকলে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বাসা বা মেসে অপরিচিত কোন ব্যাক্তি প্রবেশ করলে তা সংশিষ্ঠ থানায় যোগাযোগ করে জানাতে হবে।

এসময় তার সাথে ছিলেন- প্রেসক্লাব সহ সভাপতি ইমতিয়াজ উদ্দীন বাবুল, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক আরিফ হোসেন হারিছ, চমক প্রমুখ। 


 

Bootstrap Image Preview